মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অতিরিক্ত টোলের লোভে হুমকিতে তিস্তা ব্যারেজ

নিষেধাজ্ঞা সীমার ওপর ভারী যানবাহন চলার কারণে হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ। ইজারাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত টোলের বিনিময়ে ব্যারেজের ওপর দিয়ে চলতে দিচ্ছে ভারী যানবাহন।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজের ওপর দিয়ে প্রায় সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি রয়েছে। এ জন্য গাড়িভেদে নির্ধারণ করা আছে টোলের পরিমাণ। তবে ২৫ টনের বেশি ওজন নিয়ে যানবাহন চলাচলের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু বেশি টোল আদায়ের লোভে তা থোড়াই কেয়ার করছেন ঠিকাদারসহ বিভিন্ন সরকারি সংস্থার নিয়োজিত লোকজন।

জানা গেছে, তিস্তা ব্যারেজের ওপর দিয়ে পারাপারের জন্য সাইকেল, রিকশা, ভ্যান ৬ টাকা, মোটরসাইকেল ২০ টাকা, মাইক্রোবাস ৮০ টাকা, খালি ট্রাক ২০০ টাকা, মালবাহী ট্রাক ও বাস ৫০০ টাকা করে টোল আদায় করা হয়। তিস্তা ব্যারেজের জন্য এগুলো সরকার অনুমোদিত যানবাহন।

তবে বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ২৫ টনের বেশি যানবাহন অবাধে চলছে ব্যারেজের ওপর দিয়ে। এ জন্য প্রতি গাড়ি থেকে অতিরিক্ত নেয়া হচ্ছে এক হাজার টাকা করে। ব্যারেজের টোল ইজারাদার, দায়িত্বরত পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার সহযোগিতায় এই নিষিদ্ধ কাজটি সম্পন্ন হচ্ছে। আর এর মধ্য দিয়ে হুমকিগ্রস্ত করে তোলা হচ্ছে দেশের ঐতিহ্যবাহী সেচপ্রকল্পের ব্যারেজটি।

স্থানীয় লোকজন জানান, অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে এর আগে দুবার ব্যারেজে ফাঁটল দেখা দিয়েছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের কর্মকর্তারা তড়িঘড়ি করে সেটি মেরামত করেন।

ভারী যানবাহন চলাচল ও অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তা অস্বীকার করেন তিস্তা ব্যারেজের টোল ইজারাদার আলমগীর হোসেন রন্টু। তিনি বলেন, এসব দেখভালের দায়িত্ব পুলিশ, আনসার ও পানি উন্নয়ন বোর্ডের।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও উপবিভাগীয় প্রকৌশলী মাইনুদ্দিন ম-লের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন

নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
  • নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ