অধিনায়কত্ব ছাড়ছেন আফ্রিদি!
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পরই আফ্রিদির ভবিষ্যতের উপর কালো মেঘ জমছিল। এবার বাংলাদেশের কাছে হারে শুরু হয়ে গেল পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদির ভবিষ্যৎ নিয়ে। গুজব উঠেছে, অধিনায়কত্ব ছাড়ছেন আফ্রিদি।
ভারতের বিপক্ষে হারের পর কথা উঠছিল তাঁর বয়স হয়েছে, আর পারছেন না। আমিরশাহি ম্যাচেও তিনি সমালোচিত হন দলের বিপদে নিজে ব্যাট হাতে না গিয়ে অন্য ব্যাটসম্যানকে পাঠিয়ে দেওয়ায়। তবে পাকিস্তান মিডিয়া ম্যানেজারকে আফ্রিদির অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করে জানান, এমন কিছু ঘটেনি।
এদিকে আফ্রিদির পাকিস্তান দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের ‘আজ’ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বড়ে মিয়াঁ বলেছেন, ‘আপনি কীভাবে এমন একজন খেলোয়াড়কে দলে রাখেন যার ব্যাপারে কারও কোনো ধারণা নেই, সে পারফর্ম করবে কি না? দলে আফ্রিদি জায়গা রাখার যোগ্যতা হারিয়েছে বেশ কয়েক বছর আগেই
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন