অধিনায়কের দায়িত্ব নিতে মোসাদ্দেককে প্রস্তুত হতে বললেন মাশরাফি
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের বিদায়ের সিদ্ধান্তের পেছনে যা-ই থাকুক, এ নিয়ে কোনো বিতর্ক হোক তা চান না টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে নিজে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণার দিন মোসাদ্দেক হোসেন সৈকতকে মাশরাফি বলেন, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি থাকতে এবং দায়িত্বের জন্যও প্রস্তুতি নিতে।
কলম্বোয় বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘উনি বলেছেন, তুই যে ফর্মে আছিস তাতে নিজেকে এভাবে তৈরি কর, যাতে বাংলাদেশের নেক্সট ক্যাপ্টেন হতে পারিস।’ শুধু মোসাদ্দেকই নয় মুস্তাফিজ, মিরাজদেরও উত্তরসূরি হিসেবে জায়গা ধরে রাখার কথা বলেছেন অধিনায়ক।
মাশরাফির মুখ থেকে এটা শোনার পর মোসাদ্দেকের অন্যরকম অনুভূতি হচ্ছে, ‘কালকে এটা শোনার পর থেকে আমার ভেতর অন্যরকম একটা বিষয় কাজ করছে। ভবিষ্যতে আমি নিজেকে ওইভাবে তৈরি করার চেষ্টা করবো। ’
মোসাদ্দেক জানালেন মাশরাফির কাছ থেকেই তারা অনুপ্রেরণা পান, ‘ওনার কাছ থেকে নতুন করে অনুপ্রেরণা পাই। বুঝতে পারি খেলাটাই সবকিছুর আগে। আমাদের সেটার ওপর ফোকাস করা উচিত। ’
মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি অবসর ঘোষণা দেন। জানিয়ে দেন, এই সিরিজের দুই ম্যাচ খেলেই টি-টুয়েন্টিকে বিদায় বলবেন। এরপর নিজের ফেসবুক পেজে মাশরাফি একটি বিবৃতি দেন। সেখানে বলেন, তরুণ ক্রিকেটারদের জায়গা দিতে তার এই অবসর।
বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচ। প্রথমটিতে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। মোসাদ্দেক বলছেন, এই ম্যাচে মাশরাফির জন্যই খেলবেন তারা।
‘আসলে জেতার কোন বিকল্প নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলব এই ম্যাচটা আমরা পুরপুরি মাশরাফি ভাইয়ের জন্য খেলব। আমরা সবাই চাইব এই ম্যাচটি জিতে তাকে একটি উপহার দিতে। ’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন