অধিনায়ক কোহলির পরিবর্তে ভারতীয় দলে শ্রেয়াস!
শিরোনাম দেখে ভড়কে যাওয়ার মতই বিষয়! ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। ধর্মশাল টেস্টের জন্য তার পরিবর্তে এমন একজনকে দলে ডাকা হয়েছে যার কিনা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি! ২২ বছর বয়সী সেই তরুণের নাম শ্রেয়াস আয়ার। প্রথম শ্রেণির ক্রিকেটে এবং বাংলাদেশের বিপক্ষে ‘এ’ দলের হয়ে একটি প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্মেন্স দেখিয়ে আলোচনায় এসেছেন। কিন্তু অধিনায়ক কোহলির পরিবর্তে কেন?
আসলে রাঁচি টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। পরের দুই দিন মাঠেই নামতে পারেননি। চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও রান আসেনি। পরে জানা গেছে চোট বেশ গুরুতর। এখন নাকি তিনি ব্যাটই ধরতে পারছেন না। হাতে-কাঁধে ব্যান্ডেজ করা। অনুশীলনও করেননি। তাই শেষ পর্যন্ত যদি তিনি মাঠে নামতে না পারেন তবে রিপ্লেসমেন্ট হিসেবে ডাকা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারকে।
কোহলির ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে আজ দলের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস। আগামীকাল শনিবার শুরু হচ্ছে অজিদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট। এদিন থেকেই আবার বসছে ঘরোয়া দেওধর ট্রফির আসর। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার পর সেই টুর্নামেন্ট মাথায় উঠেছে শ্রেয়াসের। গত দুই মাসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৫.১৮ গড়ে করেছেন ৩৩৬৬ রান। ৯টি সেঞ্চুরির বিপরীতে রয়েছে ১৬টি ডাবল সেঞ্চুরি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন