অধিনায়ক মাশরাফির উন্নতি
হতাশার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ক্রিকেটাররা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তারপরেও নিউজিল্যান্ড সফরটা স্মরণীয় হয়ে থাকবে তাদের জন্য। তবে সেটি টাইগারদের ব্যক্তিগত কিছু নৈপুণ্যের কারণে।
বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা র্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়কের বর্তমান অবস্থান এখন ১৩তম। মাশরাফির বর্তমান রেটিং পয়েন্ট এখন ৬১৪। তবে অধিনায়ক ফিসেবে অবশ্য পিছিয়ে পড়েছেন মাশরাফি। গত বছরের অক্টোবরে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে তিনি ছিলেন নয়ে উঠে এসেছিলেন। কিন্তু এর পর পরই অবশ্য শীর্ষ দশের বাইরে চলে যান তিনি। গত মাসে করা র্যাংকিংয়ে ১৪তম অবস্থানে ছিলেন তিনি।
বোলিং র্যাংকিংয়ে ৬৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানেই আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মাশরাফির পর রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫৩৪ পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে রয়েছেন এই বোলার।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। তারপরেই তামিম ইকবাল ৬১৯ পয়েন্ট নিয়ে ২৪তম স্থানে রয়েছেন।
সৌম্য সরকার ৩০, সাকিব আল হাসান ৩৩ ও মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ৫৫তম স্থানে। এ ছাড়া ইমরুল কায়েস ৭৩ ও সাব্বির রহমান রয়েছেন ৮০তম স্থানে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন