অধিনায়ক হওয়ার স্বপ্ন মাহমুদউল্লাহর
গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাঁর অধিনায়কত্ব বেশ প্রশংসা পেয়েছিল। শিরোপা জিততে না পারলেও বরিশাল বুলসকে রানার্সআপ করতে অধিনায়ক মাহমুদউল্লাহর অবদান ছিল অনেকখানি।
মাশরাফি বিন মুর্তজার পর জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিসিবির অনেক কর্মকর্তারই পছন্দ মাহমুদউল্লাহ। তিনি নিজেও অধিনায়ক হওয়ার স্বপ্ন বুনছেন মনে। একটি জাতীয় দৈনিকের কাছেও নাকি এমন স্বপ্নের কথা বলেছিলেন তিনি। অথচ সেই দৈনিক নাকি লিখে দিয়েছে, ‘অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চান রিয়াদ’।
খবরটি দেখে এই অভিজ্ঞ অলরাউন্ডার রীতিমতো বিস্মিত। তাই অবাক মাহমুদউল্লাহ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘কিছুদিন আগে আমি একটি দৈনিক পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে আমি অধিনায়ক হওয়ার স্বপ্নের কথা বলেছিলাম, তবে কখনোই অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই, তা বলিনি।’
এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে অধিনায়ক হওয়ার। পাশাপাশি আমরা যেভাবে ধারাবাহিকভাবে খেলছি, তাই একদিন বিশ্বকাপ জিতব বলে আশাবাদ ব্যক্ত করতেই পারি। তার মানে এই নয় যে, আমি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই।’
তাই এমন ভুল খবর বিশ্বাস না করার পরামর্শ দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘যারা আমার সম্পর্কে ভুল খবর পরিবেশন করছে, দয়া করে তাদের বিশ্বাস করবেন না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন