অধ্যাপক রেজাউল করিম হত্যা : জড়িত বিভাগের দুই শিক্ষার্থী?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। এমন দাবি করে পুলিশ। শনাক্ত হওয়া দুই শিক্ষার্থী জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলেও পুলিশ নিশ্চিত হয়েছে।
পুলিশের দাবি অনুযায়ী, জড়িতদের একজন শরিফুল ইসলাম। অন্যজনের নাম জানায়নি পুলিশ।
এ দুজনকে আটক করা গেলে অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের রহস্য বের করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজউদ্দীন আহমেদ।
আজ সোমবার পুলিশের এই কর্মকর্তা সাংবাদিকদের জানান, আদর্শিক কারণে মৌলবাদী সংগঠন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে-এটা নিশ্চিত হয়েছে পুলিশ। একই বিভাগের (ইংরেজি) দুই শিক্ষার্থী এ হত্যাকাণ্ডে জড়িত। তারা পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
জানা গেছে, শরিফুলসহ এ দুই শিক্ষার্থী তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। বিশ্ববিদ্যালয় ছাড়ার সময় তারা তৃতীয় বর্ষের ছাত্র ছিল। ওই সময় তাদের কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা জানা যায়নি।
সরদার তমিজউদ্দীন আরো জানান, শিক্ষক হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামের বাবা আব্দুল হাকিম ও ভাই আরিফুল ইসলাম রয়েছে।
তাদের এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, শরিফুলের সঙ্গে পারিবারের সদস্যদের কোনো যোগাযোগ নেই। দুই বছর ধরে শরিফুল বাড়ি ছাড়া। সে বিশ্ববিদ্যালয়েও যায় না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন