অনন্ত ও এটিএন বাংলার নামে আইনি নোটিশ

হাল আমলে বাংলা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার নামে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গাজী কালু সিনে মিডিয়া। গতকাল মঙ্গলবার এ নোটিশ পাঠায় মিডিয়াটি।
কয়েক মাস ধরে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে নিজের পরবর্তী চলচ্চিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন অনন্ত। আইনি জটিলতার সূত্রপাত এখান থেকেই। গাজী কালু সিনে মিডিয়া জানায়, ‘ট্যালেন্ট হান্ট’ অনুষ্ঠানটি বাংলার ফাটাকেষ্ট নামে একটি চলচ্চিত্রের সংলাপ ব্যবহার করে। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ওই সংলাপসহ পর্বটি প্রচার করে।
কলকাতার ফাটাকেষ্ট চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত হয়েছে বাংলার ফাটাকেষ্ট চলচ্চিত্রটি। ইতিমধ্যে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। চলচ্চিত্রটিতে ‘মারব ব্রেনে লাশ পড়বে ড্রেনে’-এমন একটি সংলাপ রয়েছে। এ সংলাপটি ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় ব্যবহার করা হয়েছে। যার কারণে এ সিনেমার প্রযোজক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনি নোটিশের সত্যতার ব্যাপারে নিশ্চিত করেছেন অনন্ত জলিলের ব্যক্তিগত সচিব সজীব। তবে অনন্ত এখনো নোটিশের কপি হাতে পাননি বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সজীব বলেন, ‘এটিএন বাংলা থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে এখনো আমরা নোটিশটি হাতে পাইনি। তবে ব্যাপারটা হাস্যকর। কারণ, একটি রিয়েলিটি শোতে প্রতিযোগীরা তাদের পারফরম্যান্সে একটি সংলাপ ব্যবহার করতেই পারেন। ধরুন, সাবিনা ইয়াসমীনের একটি গান যদি অনুষ্ঠানে কোনো প্রতিযোগী গেয়ে থাকেন, সেটা কি ভুল হবে? তা ছাড়া এ অনুষ্ঠানে অনন্ত জলিল একজন বিচারক। তার কিছুই করার নেই। তবে নোটিশটি হাতে পেলে আমরা আইনি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নেব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন