অনন্ত-বর্ষার সঙ্গে নতুন চমক হিসেবে যোগ দিচ্ছেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস

দীর্ঘদিন ধরেই অভিনেতা, প্রযোজক ও নির্মাতা অনন্ত জলিল ঘোষণা দিয়ে রেখেছেন তার নতুন ছবি ‘দ্য স্পাই অগ্রযাত্রার মহানায়ক’ নির্মাণের। বরাবরের মতো ছবিতে অনন্তের নায়িকা হিসেবে থাকছেন বর্ষা।
অনন্ত-বর্ষা জুটির ছবিতে নতুন চমক হিসেবে যোগ দিচ্ছেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। এ ছবিতে তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।
এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ শেষ হয়েছে। এখন চলছে শুটিংয়ের প্রস্তুতি। সেপ্টেম্বরের শেষের দিক থেকে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।
অনন্ত বলেন, ‘অপু দারুণ একজন অভিনেত্রী। আমাদের ছবিতে কাজ করলে কোনো সমস্যা নেই। বর্ষাও অনেক ভালো অভিনয় করে। আশা করছি খুব সুন্দর একটি ছবি হবে’।
এ ব্যাপারে অপু বলছিলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি যে কারো সঙ্গে অভিনয় করতে পারি। অনন্ত ভাই ও বর্ষা আপু অনেক ভালো মানুষ। তাদের সঙ্গে না মিশলে বিষয়টি কখনো বুঝতে পারতাম না। ছবিতে অভিনয়ের ব্যাপারে সেভাবে কথা হয়নি। তবে তারা যদি আমাকে নিয়ে কাজ করেন তা হলে কোনো আপত্তি নেই’।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন