অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে: সিইসি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৫ টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন পরবর্তী এক প্রেস বিফ্রিং এ কথা বলেন তিনি।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। ভোট সুষ্ঠু করতে দরকারি সব ব্যবস্থাই নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কাজ করছে কমিশন।
তিনি বলেন, দু’একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রার্থীদের সহযোগিতার কারণে তা শতভাগ সুষ্ঠু হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে ফলাফল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে।
তিনি আরো বলেন, আল্লার অসীম রহমতে কোনো মারামারি হয়নি। প্রার্থীরা সবাই বলেছিল আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব।
সিইসি বলেন, জনগণের রায় যদি সবাই মেনে নেয় তাহলেই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকে না। এই নির্বাচনের মত পরবর্তী নির্বাচনেও যাতে সবাই জনগণের রায় মেনে নেয় এই আশা করছি।
এসময় ভোট সুষ্ঠু হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন