অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর
ভারতের বিচ্ছিন্নতাবাদী দল উলফার নেতা অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথমে অস্বীকার করলে পরে জানিয়েছেন সাজার মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযাযী অনুপ চেটিয়াকে ফেরত পাঠানো হয়েছে।
ভারতীয় দূতাবাস সূত্র জানায়, উলফার জেনারেল সেক্রেটারি অনুপচেটিয়া, তার দুই সঙ্গী লক্ষী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কাশিমপুর কারাগার থেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তা জে পি সিং’এর হাতে তুলে দেয়া হয়। এসময় একটি গাড়িতে অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে নিয়ে যাওয়া হয় ভারতের দূতাবাসে।
ভারতীয় কর্মকর্তারা বলছেন, বুধবার ভোরের দিকে দুই দেশের সীমান্তে একটি স্থলবন্দর দিয়ে অনুপ চেটিয়াকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এই উলফা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নেয়া হবে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
প্রায় ১৮ বছর বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন অনুপ চেটিয়া। ২০১৩ সালের দিকে তিনি নিজ দেশে ফিরে যাওয়ার আগ্রহ পোষণ করেন। এ আগ্রহের কথা জানিয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে আবেদনও করেন।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাঁকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর সাজার মেয়াদ শেষ হয়।
অতীতে বিভিন্ন সময়ে অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করার জন্য ওই দেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ওপর চাপ ছিল। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ২০০৩ সালের ২৩ আগস্ট হাইকোর্টে আবেদন করেন এই উলফা নেতা। এ কারণে তাঁকে হস্তান্তরে আইনি জটিলতা ও দুই দেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকার কথাও বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। পরে ২০১৩ সালের ২৯ জানুয়ারি ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর হয়। অবশেষে মঙ্গলবার গভীর রাতে তাকে হস্তান্তর করা হলো।
এদিকে, অনুপ চেটিয়ার বিনিময়ে নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফেরত আনার কথা শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। অনুপ চেটিয়াকে ফেরত দেয়ায় এখন দ্বার খুললো নূর হোসেনকে ফেরানোর। বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই ফেরত আনা হতে পারে নূর হোসেনকে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
জামায়াত আমির: ভোটের ময়দানে ফিরে আসার নৈতিক অধিকার নেই আওয়ামী লীগের
জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অনেকে বলে এরাবিস্তারিত পড়ুন
গাজায় এক বছরের যুদ্ধে ৪৩,০০০ ফিলিস্তিনি নিহত
গাজায় এক বছর ধরে চলা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৩,০০০বিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো জনসভায় বিজয়
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দিয়েছেন দক্ষিণি তারকা থালাপাতিবিস্তারিত পড়ুন