অনুশীলনে ফিরলেন মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাঁ-পায়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ইনজুরির জন্য সিরিজের বাকি ওয়ানডেতে আর দলের সাথে দেখা যায়নি তাকে। কিন্তু সব শঙ্কা কাটিয়ে আবারো অনুশীলনে নেমেছেন এ তারকা।
প্রথম ওয়ানডের দু’দিন পর তার বাঁ-পায়ে স্ক্যান করানো হয়। জানা গেছে আঘাত খুব বেশি গুরুতর নয়। হালকা রিহ্যাব করলেই মাঠে ফিরতে পারবেন। তবুও, সময়টা কিন্তু নেহায়েত কম নয়। অর্থ্যাৎ সঠিকভাবে রিহ্যাব করে মাঠে ফিরতে ফিরতে টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারবেন না তিনি।
যদিও এখনও শতভাগ ফিট নন তিনি। তারপরও অনুশীলনে যোগ দেন মুশফিক। তিনি মূলত গতকাল সকালে দলের সাথে ফিটনেস ট্রেনিং করেন।
এদিকে দলের ফিজিও আশা করছেন টেস্ট সিরিজের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন মুশফিক।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন