অনুশীলনে ফিরলেন মেসি, সঙ্গে জাস্টিন বিবার (ভিডিওসহ)

মালাগার বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যায়নি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। পাকস্থলীর সমস্যার কারণে খেলতে পারেননি তিনি। তবে সুখবর হচ্ছে সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে তিনি খেলবেন।
মেসিবিহীন মালাগার বিপক্ষে ম্যাচটি বার্সা গোলশূন্য ড্র করেছিল। তবে পরের ম্যাচেই মেসি ফিরছেন এটা দলের জন্য স্বস্তিই বয়ে আনলো।
সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। এদিন তার সঙ্গে বার্সায় যোগ দেন কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবারও। তিনি বার্সার মাঠ ন্যু ক্যাম্পে এদিন নেইমার-রাফিনহার সঙ্গে খেলায়ও মেতে উঠেন। আর ফুটবলে বেশ পারদর্শীতাই দেখালেন এই পপস্টার। এ সময় তিনি মেসি-সুয়ারেজ-নেইমারদের সঙ্গে ছবিও তুলেন।
গ্লাসগোতে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেল্টিকের মুখোমুখি হবে লুইস এনরিকের দল।
সেল্টিকের বিপক্ষে ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের প্রথম লেগের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন ৭ গোল নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মেসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন