অনুশীলন শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস

নতুন আসরের জন্য অনুশীলন শুরু করেছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এরই মধ্যে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে একটি অন্যতম শক্তিশালী দল গড়তে সক্ষম হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বর্তমান আসরকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করতে আজ মঙ্গরবার সকাল ৯টায় বিকেএসপির প্রাউন্ড-৪ এ হেড কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে দুই সেশনে ফিটনেস ও ফিল্ডিং অনুশীলন করে দলের খেরোয়াড়রা। দেশীয় খেলোয়াড়দের নিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিন সাতজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ানসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
ভিক্টোরিয়ানসের আইকন মাশরাফি, নাজমুল হোসেন শান্ত ও নাহিদুল ইসলাম ছুটিতে থাকায় এদিন অনুশীলনে যোগ দেননি। এ ছাড়া জাতীয় দলের সঙ্গে থাকায় ইমরুল কায়েস আর ইনজুরির কারণে লিটন দাস ক্যাম্পে উপস্থিত হতে পারেননি। সহকারী কোচ রাজিন সালেহ এবং লজিস্টিকস ম্যানেজার আহসানউল্লাহ হাসান ক্যাম্প পরিচালনার জন্য সার্বিক তত্ত্বাবধানে আছেন।
হেড কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আজ মূলত মাঠে নামা হয়েছে দলকে নিয়ে। হালকা অনুশীলন আর পরিচিতি পর্ব হয়েছে। কাল থেকে চুড়ান্ত কাজ শুরু করব। আমি প্লেয়ার ড্রাফটে যাদের দলে পেয়েছি সবাই রিয়েল পারফর্রমার। আমি আশাবাদী দলের ওপর। আর মাশরাফির মতো খেলোযাড় যে দলে থাকে তখন দলের ওপর বিশ্বাস আরো বেড়ে যায়। তারুণ্য নির্ভর দলটির মধ্যে আমি ভালো সম্ভাবনা দেখতে পাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন