অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

আট দলের অংশগ্রহণে বৃহষ্পতিবার থেকে পর্দা ওঠছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০১৬-১৭ মৌসুমের খেলা। আসন্ন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলংকা।
স্বাগতিক শ্রীলংকা ছাড়া এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালেয়শিয়া, নেপাল, সিঙ্গাপুর এবং আফগানিস্তান। চার দল করে মোট দু’গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে লড়াই করবে দলগুলো।
আসন্ন এশিয়া কাপের গ্রপ ‘বি’তে রয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন তরুণ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। প্রতিপক্ষ হিসেবে তাই গ্রুপ পর্বের ম্যাচে পাচ্ছে শক্তিশালী পাকিস্তান, সিঙ্গাপুর ও আফগানিস্তানকে।
অপরদিকে গ্রুপ ‘এ’ তে স্বাগতিক শ্রীলংকার পাশাপাশি রয়েছে ভারত, নেপাল ও মালেয়শিয়া। টুর্নামেন্টের উদ্বোধনী দিন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উয়ানওয়াতে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাইফ-আফিররা।
এর পরদিন অর্থাৎ ১৬ ডিসেম্বর রোজ শুক্রবার আবারো মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। এযাত্রায় গলে প্রতিপক্ষ হিসেবে থাকবে শক্তিশালী পাকিস্তান। আর গ্রুপ পর্বে লাল-সবুজের জার্সি পরে শেষ ম্যাচে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচটিও অনুষ্ঠিত হবে গলে।
১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপের পর্দা নামবে ২৩ ডিসেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ দিয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন