অনেক কাঁদলেন, তবু অনুমতি মেলেনি শাহাদাতের
আগামী ২২ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঘরোয়া ওয়ানডের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তবে এবারের আসরে খেলতে পারছেন না ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া পেসার শাহাদাত হোসেন।
শিশু গৃহকর্মী নির্যাতন মামলার নিষ্পত্তি না হওয়ায় শাহাদাতকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার দুপুরে বিসিবির ডিসিপ্লিন্যারি কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান আজম নাসির।
প্রসঙ্গত, শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় কারাগারে যেতে হয়েছিল শাহাদাত দম্পতিকে। পরে জামিনে মুক্তি পান দুজনেই। মামলার কারণে গত বছরের সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় তাকে। ভেবেছিলেন ২২ এপ্রিলের আগেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। কিন্তু মামলা এখনও বিচারাধীন রয়েছে।
তাছাড়া গত রোববার প্লেয়ার্স ড্রাফটে কোনো দলও তাকে নেয়নি বলে জানা গেছে। তবে মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে এ ডানহাতি পেসারকে। তাকে নাকি দলেও নিয়েছে মোহামেডান।
লিগ খেলার অনুমতি পেতে অনেক দৌড়ঝাপ করেছেন শাহাদাত। কান্নাকাটি করে সুযোগও চেয়েছিলেন তিনি। কিন্তু অনুমতি মেলেনি তার। আদালতের রায় যদি শাহাদাতের পক্ষে যায় তাহলেই তার নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন