অনেক ছেলেই প্রেম করতে চেয়েছে : মিম
পূজার উৎসব মানেই মামা বাড়ি। ছোটবেলা থেকে রাজশাহীতে মামা বাড়িতে পূজা করি। পূজায় মামা বাড়িতে অনেক আনন্দ হয়। প্রতি বছর পূজায় রাজশাহীতে নৌকা বাইচ হয়। নৌকা বাইচটা খুব উপভোগ করি। মামা-মামীদের সঙ্গে আমি নৌকা বাইচ খেলা দেখতে যাই। নৌকা বাইচ দেখব বলে এখনো মামা বাড়ি পূজা করি। শুটিংয়ের ব্যস্ততার কারণে এ বছর যেতে পারিনি। এজন্য মামা বাড়ি ও নৌকা বাইচ খেলা মিস করছি।
মিডিয়ায় কাজ করার আগে পূজা মণ্ডপে গেলে তখন অনেক ছেলেরাই প্রেম করতে চেয়েছে। কিন্ত মা-বাবার সঙ্গে থাকার কারণে তারা কিছু বলতে পারতে না। কিন্তু আমি বুঝতাম তারা কিছু একটা বলতে চাচ্ছে। তবে এখন আর সে রকম খুব একটা হয় না। এখন মডেল-অভিনেত্রী মিমকে দেখতেই পছন্দ করে। প্রেমের প্রস্তাব না দিয়ে সেলফি নিয়ে ব্যস্ত থাকে।
এ বছর এখন পর্যন্ত একটি পূজা মণ্ডপে গিয়েছি। এ ছাড়া বেশ কয়েকটি মণ্ডপে যাওয়ার পরিকল্পনা আছে। দেখি কতটা পেরে উঠি। মা-বাবার সঙ্গে বনানী পূজা মণ্ডপে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভক্তদের সেলফি বিড়ম্বনায় পড়তে হয়েছে। আমাকে দেখে মুহূর্তেই অনেক লোকজন চলে এসেছিল। তাই বেশিক্ষণ মণ্ডপে থাকতে পারিনি। তবে এটাও এক ধরনের মজা। তারকা হওয়ার পর নরমালি সব জায়গায় চলা যায় না। এছাড়া তারকা হওয়ার আগে মণ্ডপে গিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে অনেকক্ষণ সময় দিতে পারতাম। সে সময়টা খুব ইনজয় করেছি। আসলে, দুটোই দুই রকমের আনন্দ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন