অনেক বছর পর আবারও ‘নাগিন’ হচ্ছেন মুনমুন

বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন। যে কারণে তিনি চলচ্চিত্রে শুটিংয়ে সময় দিতে পারছেন না। তবে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন মুনমুন, এমনটাই জানিয়েছেন ‘দুই রাজকন্যা’ ছবির পরিচালক জাবেদ জাহিদ।
জাবেদ জাহিদ বলেন, ‘দুই মাস আগে আমরা ছবির শুটিং প্রায় শেষ করেছি। আর মাত্র কয়েকদিন শুটিং করলেই ছবির কাজ শেষ হয়ে যাবে। এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন নায়িকা মুনমুন। তিনি আমাদের ছবির জন্য শিডিউল দিতে পারছেন না। কারণ এই শীতের সময়টা তিনি স্টেজ শোতে ব্যস্ত থাকেন। আগামী মাসের ১২ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব। টানা ১০ দিন শুটিং করে ছবির কাজ শেষ করব।’
ব্যস্ততা নিয়ে নায়িকা মুনমুন বলেন, ‘দুবাই ও লন্ডনে দুটি স্টেজ শো করতে গিয়েছিলাম। চলতি সপ্তাহে দেশে ফিরেছি। এখন চট্টগ্রামে পারিবারিক কাজে এসেছি। আগামী মাস থেকে আবারও চলচ্চিত্রের কাজ শুরু করতে পারব। আসলে আমি প্রচুর স্টেজ শোতে অংশ গ্রহণ করি। সারা দেশেই শীতের সময়টা এমন শো হয়। যে কারণে এই সময়টায় একটু বেশি ব্যস্ততা থাকে। এরপরও চলচ্চিত্রের কাজটিকেই বেশি গুরুত্ব দিয়ে করি। কিন্তু দেশের বাইরে থাকায় মূলত এই ছবির শিডিউল দিতে পারিনি।’
ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে মুনমুন বলেন, ‘এই ছবিতে আমি নাগিনের চরিত্রে অভিনয় করছি। গল্পে দেখা যাবে দুই রাজকন্যার প্রাণ শঙ্কার মধ্যে আছে। তখন তারা আমার কাছে এসে আশ্রয় নেয়। আমি এর আগেও একাধিকবার নাগিনের চরিত্রে কাজ করেছি। আমার কাছে গল্পটা ভালো লেগেছে। মনে হয়েছে অনেক দিন পর এমন একটি সাপের ছবি হচ্ছে তাই এই ছবিতে আগ্রহ নিয়ে কাজ করছি। ntv
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন