অনৈতিক সম্পর্কে বাঁধা দেয়ার ‘অপরাধে’ স্বামীকে আগুনে পুড়ে বস্তায় ভরে হত্যার চেষ্টা এক পাষণ্ডী স্ত্রীর!
স্ত্রীর পরকিয়ার বলি স্বামী
পরিচয় পাওয়া গেছে সেই অজ্ঞাতনামা বস্তার ভিতরে পাওয়া আহত মানুষটির। নাম এনছান আলী (৪২)। পেসায় চা বিক্রেতা ।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ব্রামন পাড়া গ্রামের মানিক খানের ছেলে।
আহত এনছান খান ও পুলিশ দেওয়া তথ্য সুত্রে জানা যায় সে ও স্ত্রী রত্না বেগম (২২) এবং এক মাত্র ছেলে রবিউল খানকে নিয়ে গাজীপুর ভাড়া বাসায় বসবাস করেন। তার স্ত্রী একটি গার্মেনটসে চাকরি করেন। অন্যদিকে, এনছান একটি চায়ের দোকান করেন।
এনছানের পারিবারিক সুরমতে, স্ত্রী রত্না বেগম গার্মেনটসে চাকরি করার সুবাদে সেখানে একজন উর্ধতন কর্মকর্তার সাথে তার পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে আর সেই সম্পর্ক এনছান খান জানতে পেরে স্ত্রী কে গার্মেনটসে চাকরি করতে নিষেধ করেন। পরে রত্না বেগম কৌশলে স্বামী এনছানকে ফেরানোর কথা বলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতে নিয়ে আসে।
ঘটনার দিন গত ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টায় গোয়ালন্দ বাজার এলাকার একটি মসজিদের সামনে বাস থেকে নামেন স্ত্রী রত্না ও এনছের সাথে তার ৫ বছরের সন্তান ছিলো।
পরে রত্না বেগম বাথরুমে যাওয়ার কথা বলে স্বামী এনছান কে বসিয়ে রেখে ১ঘন্টা পরে আসেন সেখান থেকে একটি অটোরিকশা নিয়ে আল্লাদিপুর নতুন ব্রিজ এলাকায় এনে আগে থেকেই ঠিক করে রাখা ভাড়া টিয়া গুন্ডা ও গাজীপুর এক বাসায় থাকা দুজন মহিলা কে দিয়ে পিটিয়ে জখম করে মুখে কেরশিন তেল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে কিন্তু তেল ঢালার সাথে সাথে এনছান অজ্ঞান হয়ে গেলে তাকে মৃত ভেবে বস্তায় ভরে ফেলে যায় স্ত্রী ও ভাড়া টিয়া গুন্ডারা।
পরে পুলিশ রাতে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন