অন্তঃসত্ত্বা বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
আপন অন্তঃসত্ত্বা বোনকে হত্যার দায়ে ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে গাজীপুরে। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় প্রদান করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানার দ-ও প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জহিরুল ইসলাম কালু (৩৫)। তিনি গাজীপুররের শ্রীপুর বরমী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। গাজীপুরের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকার মো. আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
২০১২ সালের ৪ মার্চ নার্গিসের বাবা নুরুল ইসলাম সন্তান প্রসবের জন্য মেয়েকে তার একই গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৫ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে জহিরুল ইসলাম কালু তার বোন নার্গিসের কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
পরে এলাকাবাসী জহিরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আসামির রক্তমাখা পাঞ্জাবি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নিহতের স্বামী আজাদ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা ৯ (৩)১২ মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে মঙ্গলবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ. কে. এম এনামুল হক আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদ- কার্যকর ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ। আসামি পক্ষে ছিলেন মো. সাহাবুদ্দিন মোড়ল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন