অন্ধ অমিতের হৃদয়স্পর্শী গল্পে আলোড়ন…(ভিডিও সহ)

আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্মৃতি। শৈশব থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সুখ-দুঃখের হাজারো স্মৃতি গেঁথে থাকে আমাদের মনে। বয়োবৃদ্ধ সময়টাতে প্রায় সবাই পুরনো সব স্মৃতিই রোমান্থন করেই কাটিয়ে দেয় বাকি জীবন। আর কারো যদি দৃষ্টিশক্তিই না থাকে তাহলে সে কিভাবে মনে রাখবে তার জীবনের নানা মুহূর্তের রঙিন সব স্মৃতি!
এমনই এক অন্ধ ব্যক্তির গল্প বলব আজ। যিনি সুদীর্ঘ ১৫টি বছর জীবনের আলো দেখতে পাননি। গুগল ইন্ডিয়া ওই ব্যক্তিকে নিয়ে একটি হৃদয়স্পর্শী ভিডিও তৈরি করে ২৪ মে ইউটিউবে আপলোড করে। ভিডিওটির শিরোনাম দেয়া হয়েছে ‘গুগল ফটোস: দ্য স্টোরি অব অমিত’।
ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা অমিত তিওয়ারী। যিনি ১৫ বছর পর একটি অস্ত্রোপচারের মাধ্যমে ফিরে পান তার চোখের দীপ্তি।
ভিডিওটিতে অমিত বলেন, শৈশব থেকে আমার এই সমস্যা ছিল না। যখন হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ি তখন এই সমস্যা দেখা দেয়।
প্রায় পাঁচ মিনিট ব্যাপ্তির ভিডিওটিতে অমিতের চোখের অস্ত্রোপচারের আগে ও পরে বিভিন্ন দৃশ্য দেখানো হয়। অস্ত্রোপচারের পর অমিতের প্রথম চোখ খোলা এবং এক যুগের বেশি সময় পর প্রথমবারের মতো নিজের পরিবারের সদস্যদের দেখা। এসব দৃশ্য দেখানো হয় ভিডিওটিতে।
অমিতের জন্য তার বোন মমতা একটি উপহার প্রস্তুত করে রাখেন। মমতা তার ভাই অমিতকে সুদীর্ঘ ১৫ বছরের স্মৃতি বিজড়িত শতাধিক পারিবারিক ছবিসহ একটি মোবাইল ফোন উপহার দেন। তিনি বলেন, প্রতি বছরই ভাইকে সুয়েটার উপহার দিই। এবার অন্য কিছু নিয়ে দিচ্ছি।
ছবিগুলো সবই অমিতের চোখের দৃষ্টি হারানো অবস্থায় তোলা। একের পর এক ছবি দেখে অমিত চেনার চেষ্টা করেন। অমিত তার বোনের বিয়ের ছবি, তার ভাগনে-ভাগনির ছবি এবং বলিউড নায়ক জিতেন্দ্রের সঙ্গে তার ছবিটিও চিনতে পারেন। বহু বছর আগে অমিত তার বাবার সঙ্গে মুম্বাই গিয়েছিল। তখন জিতেন্দ্র’র সঙ্গে একটি ছবি তোলেন।
ভিডিওটিতে দেখে যে কারো চোখে অশ্রু চলে আসতে পারে। একজন অন্ধ মানুষের চোখের আলো ফিরে পাওয়ার যে আনন্দ এই ভিডিওটি না দেখলে বোঝানো যাবে না। চলুন ভিডিওটি দেখি:
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন