অন্যরা ভাগ্যবান, আমার কপাল খারাপ: ইমরুল কায়েস
‘অন্যরা ভাগ্যবান, আমার কপাল খারাপ’এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস। চলতি মাসেই শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় আসরে শততম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এই সফরে দলের সাথে যেতে পারছেন না ইমরুল কায়েস। গত দুই বছরে বাংলাদেশের দলের সাদা জার্সিতে সেরা পারফর্মার হবার পরেও ইনজুরির কারণেই শ্রীলঙ্কা সফরের দলে নেই তিনি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে তিনি বলেন, “আসলে শততম টেস্ট এটা নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই্। জাতীয় দলে প্রত্যেকটা টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য। সবাই চেষ্টা করে ভালো খেলার। আলাদা করে বললে, শততম টেস্টে যারা খেলবেন তারা ভাগ্যবান। শততম টেস্টে যদি আমি করতে পারতাম অবশ্যই আমিও ভাগ্যবান হতাম। দুর্ভাগ্য আমার জন্য। ”
শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন ফিটনেস ফিরে পেলে শততম টেস্টের দলে নেওয়া হবে ইমরুল কায়েসকে। এই প্রসঙ্গে ইমরুল জানান, “ফিটনেসের দিক থেকে তো আর সমস্যা নেই। কারণ, শেষ দু্ইটা চার দিনের ম্যাচ খেলেছি। ফিল্ডিংয়ে কোনো সমস্যা নেই, ব্যাটিংয়েও কোনো সমস্যা নেই। একটা ম্যাচে দীর্ঘসময় ব্যাটিং করেছি। কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। ”
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ দু’টি রাউন্ড খেলেছেন, রবিবার হতে শুরু হতে যাওয়া ষষ্ঠ ও শেষ রাউন্ডেও খেলবেন তিনি। হাঁকিয়েছেন সেঞ্চুরিও। করেছেন ফিল্ডিং এবং ব্যাটিং দুটিই কোনোরকম সমস্যা ছাড়া।
তিনি বলেন, “ইনজুরি থেকে রিকভারি করে আসছি। আমি জানি না নির্বাচকরা আমাকে কবে সিলেক্ট করবে। যদি করে অবশ্যেই চেষ্টা করবো সেরাটা দেয়ার। তবে আমার চিন্তা হলো দলে ফিরে আসা ও পারফরম্যান্স করা। আমি ওভাবেই কাজ করে যাচ্ছি। জিমে, নেট সেশনে কাজ করে চেষ্টা করছি ভালোভাবে ফিরে আসার। ”
অবশেষে কাঙ্ক্ষিত ফিটনেস ফিরে পেয়েছে ইমরুল,ওপেনার এই ব্যাটসম্যান ডাক পান কিনা শ্রীলঙ্কা সফরে খেলার জন্য সেটাই এখন দেখার পালা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন