অন্য দেশগুলোকে বাংলাদেশ সফরের আহ্বান মইনের

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছিল তারা। শেষ পর্যন্ত সব শঙ্কা দূরে ঠেলে এখন বাংলাদেশ সফরে তারা।
যে ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসতে চায়নি, তারাই এখন নিরাপত্তার প্রশংসা করছে। অতিথি দলটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় মইন আলী শুধু নিরাপত্তার প্রশংসাই করেননি, অন্য দলগুলোকেও বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মইন আলী বলেন, ‘আমি অন্য দেশগুলোকে বলব বাংলাদেশ সফরে আসতে। কারণ এখানকার নিরাপত্তাব্যবস্থা এতটাই ভালো, তা বিশ্বের সেরা বলা যায়। এমন নিরাপত্তা আমি খুব কমই দেখেছি। আসলেও এটা অনেক বড় ব্যাপার।’
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর থেকে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে ইংল্যান্ড দল। তাদের আসা-যাওয়া, অনুশীলন গ্রাউন্ড, এমনকি হোটেলেও কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। ঢাকার পর চট্টগ্রামেও একই রকম নিরাপত্তা পাচ্ছে অতিথি দলটি।
এরই মধ্যে ঢাকায় দুটি ওয়ানডে খেলেছে তারা স্বাগতিকদের বিপক্ষে। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে তারা। একই মাঠে ২০ থেকে ২৪ অক্টোবর প্রথম টেস্ট। আর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন