অন্য দেশগুলোকে বাংলাদেশ সফরের আহ্বান মইনের
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছিল তারা। শেষ পর্যন্ত সব শঙ্কা দূরে ঠেলে এখন বাংলাদেশ সফরে তারা।
যে ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসতে চায়নি, তারাই এখন নিরাপত্তার প্রশংসা করছে। অতিথি দলটির অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় মইন আলী শুধু নিরাপত্তার প্রশংসাই করেননি, অন্য দলগুলোকেও বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মইন আলী বলেন, ‘আমি অন্য দেশগুলোকে বলব বাংলাদেশ সফরে আসতে। কারণ এখানকার নিরাপত্তাব্যবস্থা এতটাই ভালো, তা বিশ্বের সেরা বলা যায়। এমন নিরাপত্তা আমি খুব কমই দেখেছি। আসলেও এটা অনেক বড় ব্যাপার।’
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর থেকে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে ইংল্যান্ড দল। তাদের আসা-যাওয়া, অনুশীলন গ্রাউন্ড, এমনকি হোটেলেও কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। ঢাকার পর চট্টগ্রামেও একই রকম নিরাপত্তা পাচ্ছে অতিথি দলটি।
এরই মধ্যে ঢাকায় দুটি ওয়ানডে খেলেছে তারা স্বাগতিকদের বিপক্ষে। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে তারা। একই মাঠে ২০ থেকে ২৪ অক্টোবর প্রথম টেস্ট। আর ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন