অপপ্রচার নিয়ে মাশরাফির সতর্কতা

সম্প্রতি বেশ তোড়জোড় করে প্রচার করা হচ্ছে দেশের সবচেয়ে বড় স্পিকিং ইভেন্ট ইউনিসেল প্রেজেন্টস ‘রাইজ অ্যাবোভ অল-২০১৮’ পাওয়ার্ড বাই এক্সট্যাসি। আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। অনুষ্ঠানের প্রচারে বলা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এতে অংশ নিবেন। তবে এটিকে অপপ্রচার বলে উল্লেখ করেছেন টাইগার দলপতি।
এ অনুষ্ঠানের বিষয়ে মোটেও অবগত নন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে সত্যায়িত করা পেইজে মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্ট করেন ওয়ানডে অধিনায়ক। যেখানে সম্প্রতি প্রচার করা এ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টিকে গুজব বলে ব্যাখ্যা করেন তিনি।
মাশরাফি বিন মুর্তজা তার পেইজে এ অনুষ্ঠান সম্পর্কে লিখেন, ‘কিছুদিন যাবৎ আমি দেখছি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অনুষ্ঠানের প্রচারণা চালানো হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অনুষ্ঠান সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত নই, এবং কোন ভাবেই জড়িত নই। দুঃখজনক হলেও সত্যি আমার অনুমতি ছাড়াই ১২ তারিখের এই অনুষ্ঠানে আমার নাম এবং ছবির অপব্যবহার করা হচ্ছে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে এ ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করা হলো। ধন্যবাদ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন