অপরাজিত ব্রেথওয়েটের রেকর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরল জয়

প্রথম ইনিংসটা যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংসের শুরুটাও যেন ঠিক সেখান থেকেই করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। কোনোবারই তাঁকে আউট করতে পারেননি পাকিস্তানের বোলাররা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই ইনিংসে অপরাজিত থাকার অনন্য নজির গড়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্রেথওয়েটের দারুণ ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজও পেয়েছে ৫ উইকেটের জয়।
প্রথম দুটি ম্যাচ জিতেই টেস্ট সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। শেষ ম্যাচটি জিতে কিছুটা মান বাঁচিয়েছে সফরকারী উইন্ডিজ। নিজ দেশ ও বাংলাদেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ টেস্টটি জিতেছিল ২০০৭ সালে। ১৪ ম্যাচ পর এসেছে উইন্ডিজের বহু কাঙ্ক্ষিত এই জয়। অধিনায়ক হিসেবে প্রথম জয় পেয়েছেন জ্যাসন হোল্ডার।
প্রথম ইনিংসে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ১৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে গড়েছিলেন ‘ক্যারিং দ্য ব্যাট’-এর বিরল কীর্তি। দ্বিতীয় ইনিংসেও তাঁকে আউট করতে পারেননি পাকিস্তানের বোলাররা। ১০৯ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ডানহাতি এই ওপেনার। শেন ডরউইচও অপরাজিত ছিলেন ৬০ রান করে। শারজাহ টেস্টের পঞ্চম দিনে মাত্র আট ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ক্যারিবীয়রা।
শারজাহ টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছিল ৩৩৭ রান। ৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। অধিনায়ক জ্যাসন হোল্ডার ও দেবেন্দ্র বিশুর দারুণ বোলিংয়ের সামনে গুটিয়ে গিয়েছিল মাত্র ২০৮ রানে। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৫৩ রান। চতুর্থ দিনে পাঁচটি উইকেট হারালেও স্কোরবোর্ডে ১১৪ রান জমা করে জয়ের কাজটা অনেকখানিই এগিয়ে রেখেছিলেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। আজ পঞ্চম দিনে আর কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছেন ব্রেথওয়েট ও ডরউইচ।
দুই ইনিংস মিলিয়ে ২০২ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেথওয়েট। আর সিরিজসেরার পুরস্কার উঠেছে পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহর হাতে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ইয়াসির নিয়েছেন ২১ উইকেট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন