অপরাজিত ৪০ রানের ইনিংস খেললেন আশরাফুল
সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হওয়ার এখনো বাকি তিন মাস। তবে ক্রিকেটের মধ্যে থাকার চেষ্টা করেন তিনি। আবার সুযোগ পেলে মাঠে নেমে পড়েন। নিষেধাজ্ঞার মধ্যেও বেশ কয়েকবার ক্রিকেট খেলেছেন আশরাফুল।
বৃহস্পতিবার একটি কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন আশরাফুল।
বেক্সিমকোর হয়ে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেই ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন আশরাফুল। এরপরই নিয়ম অনুযায়ী অবসর নেন আশরাফুল।
কর্পোরেট ক্রিকেটের এই টুর্নামেন্টটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘থ্রি ক্রিকস’।
এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে আশরাফুলকে নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলেই জানা গেছে। বিশেষ করে বিসিবি ও আইসিসি’র অনুমোদন নেই এমন সব ক্রিকেট লিগে খেলার ব্যাপারে কোনরকম নিষেধাজ্ঞা নেই আশরাফুলের।
উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে ম্যাচ পাতানোর অভিযোগে ২০১৪ সালে আট বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরে আপিল করেন তিনি। ফলশ্রুতিতে তার শাস্তি কমিয়ে পাঁচ বছরে নামিয়ে আনা হয়। চলতি বছরের আগস্ট মাসেই শেষ হতে যাচ্ছে আশরাফুলের শাস্তির মেয়াদকাল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন