মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘অপশক্তির সাথে সম্পর্ক ছিন্ন না করলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে বিএনপি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির সাথে সম্পর্ক ছিন্ন না করলে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিষাক্ত আলিঙ্গন বিএনপিকে ভোগাবে। তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ’

আজ বুধবার বিকেলে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশের সবচেয়ে বড় শত্রু এবং হুমকি। এ অপশক্তি গোপনে ভয়াবহ হামলার প্রস্তুতি গ্রহণ করছে।

তিনি বলেন, এ অপশক্তি দুর্বল হয়ে গেছে ভাবলে সবচেয়ে বড় ভুল করা হবে। তার জন্য সরকার ও দলকে চড়া মাশুল দিতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে যেমন মোকাবেলা করতে হবে তেমনি জাতীয় নির্বাচনেরও প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আগামী জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি তার নিজের প্রয়োজনেই নির্বাচনে আসবে। সামনের নির্বাচনে অংশ না নিলে তারা কতবড় ভুল করবে তা তারা জানে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভয়ই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না। এ দলের এক নেতা অপর নেতাকে সরকার বা আওয়ামী লীগের এজেন্ট বলে অভিহিত করে থাকে।

তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই বার বার ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার তো কখনও প্রাণনাশের চেষ্টা করা হয়নি । কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যা করার চেষ্টা করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধিকারের আন্দোলনকে স্বাধীনতার সংগ্রামে পরিণত করেছিল। বঙ্গবন্ধুর এ ভাষণ ছিল উপস্থিত বক্তৃতা, এটা লিখিত ছিল না।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ ভাষণ দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রে উজ্জীবিত করেছিল। এ ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু হয়েছিলেন বাঙ্গালি জাতির বিশ্বস্ত আস্থার ঠিকানা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল