অপহরণের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশে এক স্কুলছাত্রী অপহরণের তিনদিন পর সোমবার সন্ধ্যায় উদ্ধার করলেন মানবাধিকার কমিশন তাড়াশ শাখার একটি টিম।
সূত্রে জানা যায়, উপজেলার সোনাপাতিল গ্রামের মো.রফিকুল ইসলামের স্কুলপড়ুয়া মেয়ে রিতা খাতুন (১৩) কে শনিবার সকালে বিয়ের প্রলভোন দেখিয়ে উঠিয়ে নিয়ে যায় উপজেলার চন্ডিভোগ গ্রামের মো.সুজব আলীর লম্পট ছেলে মো.আরিফুল ইসলাম। পরে এলাকার নেতারা সামাজিকভাবে সমাধান করতে চাইলেও ছেলে তা মানতে রাজি হয়না এবং মেয়েকে রেখে সে পালিয়ে যায়।
এক পর্যায়ে মেয়ের বাবা রফিকুল ইসলাম কোনো সমাধান না পেয়ে তাড়াশ উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি, তাড়াশ-রায়গঞ্জ-সলংগার এমপি গাজী মো. আমজাদ হোসেন মিলনের সহধর্মীনি হোসনে আরা ডেইজি মিলন এর কাছে বিচার ও সহযোগিতা চান।
মেয়ের বাবার আবেদনের প্রেক্ষিতে মানবাধিকার কমিশন তাড়াশ শাখার সভাপতি একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান এবং মেয়েটাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। টের পেয়ে লম্পট ছেলে আরিফুল ও তার পরিবারের সবাই পালিয়ে যায়। মানবাধিকার কমিশন মেয়েটাকে থানায় হসস্তান্তর করেন।
অপহৃত স্কুলছাত্রী রিতা জানান, ছেলেটা অনেক দিন ধরেই আমাকে বিরক্ত করতো এক পর্যায়ে শনিবার স্কুলে যাবার পথে সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায় তার বাড়িতে। আমাকে বিয়ে করবে বলে তিনদিন বাড়িতে আটকে রেখেও বিয়ে করেনি।
এ ব্যাপারে তাড়াশ থানায় অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে অপহরণ ও ধর্ষণের চেস্টা করার মামলা দায়ের করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন