অপহৃত মাদ্রাসার ছাত্রী উদ্ধার, কলেজছাত্র আটক
যশোর: অপহরণের একদিন পর যশোরে মুমতাহীনা (১৪) নামে এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামিমুর রুবেল (২১) নামে এক কলেজ ছাত্রকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে বাঘারপাড়া উপজেলার তেঘরি গ্রামে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
মুমতাহীনা যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও ধলেরগালি মহিলা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। আটক শামিমুর রুবেল সদর উপজেলার শাখারিগাতি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের ছাত্র।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমেদ জানান, শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে রুবেল ও তার সহযোগিরা মাদরাসা ছাত্রী মুমতাহীনাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর মেয়েটির পরিবার বিষয়টি পুলিশকে জানায়। গোপন সূত্রে খবর পেয়ে রোববার দুপুরে বাঘারপাড়া উপজেলার তেঘরি গ্রামে অভিযান চালিয়ে মুমতাহীনাকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন