মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অপুকে খুঁজতে পরিচালক শিলিগুড়িতে!

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আড়ালে যান অপু বিশ্বাস। অনেকেই এটাকে নিরুদ্দেশ আবার নিখোঁজ হওয়া মনে করলেও ‘অপু স্বেচ্ছায় আড়ালে যাননি। শাকিব তাকে আড়ালে যেতে বাধ্য করেছেন। কারণ তিনি সন্তান জন্ম দিয়েছেন। এই সন্তানের জনক শাকিব খান! শাকিব চান না অপুর মা হওয়ার বিষয়টি জানাজানি হোক। সন্তান বড় হয়ে গেলে তিনি আবার দেশে ফিরবেন।’

অপু বিশ্বাসের অপেক্ষায় আছেন বেশ কয়েকজন নির্মাতা। কারো ছবির কিছু দৃশ্যধারণ বাকী। কারো ছবির গানের শুটিং বাকী। প্রায় হাফ ডজন পরিচালক তাদের ছবির কাজ শেষ করতে পারছেন অপুর অভাবে।

তাদের একজন জি সরকার। তার পরিচালিত ‘লাভ ২০১৬’ ছবির কাজ শেষ হচ্ছে না অপুর কারণে। এই নির্মাতা বলছেন, ‘শেষের একটি গান বাকি। যেটাতে অপুকে প্রয়োজন।’

জি সরকার বলেন, ‘অপুর জন্য অনেক অপেক্ষা করেছি। আর না। আগামী জানুয়ারিতে আমি নিজেই শিলিগুড়ি যাবো অপুকে খুঁজতে। শুনেছি অপু সেখানে তার খালার বাসায় আছেন। তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আর যদি না পাই তাহলে তাকে বাদ দিয়ে ছবির কাজ শেষ করবো। আমি আমার প্রযোজককে বাঁচাতে চাই। এমনিতেই চলচ্চিত্রে টাকা লগ্নি করার মানুষ কমে যাচ্ছে। তার উপর তারকারা যদি এইভাবে প্রযোজকদের ক্ষতির মুখে ফেলেন তবে ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘দুঃখের ব্যাপার হচ্ছে, সবখানে শোনা যায় শাকিব খানের কারণে এবং তার ইচ্ছাতেই অপু দেশের বাইরে রয়েছেন। শাকিব দেশের শীর্ষ নায়ক। সে শিল্পী সমিতির সভাপতি। তার কাছ থেকে এমন ব্যক্তি স্বার্থপরতা আশা করা যায় না। সে কেবল নিয়েই গেল ইন্ডাস্ট্রি থেকে, কিছুই দিতে পারেনি।’

এদিকে অপু নিরুদ্দেশ হওয়ায় থেমে আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মাই ডার্লিং’ ছবির কাজ। শাকিব-অপু জুটিকে নিয়ে ছবির কাজ শুরু হয় ২০১৫ সালে। ৭০ শতাংশ কাজ শেষ হওয়ার পর অপু লাপাত্তা হয়ে যান। এরপর তার অপেক্ষায় এই বছরের শুরু থেকে অপেক্ষা শুরু হয়, কিন্তু কোনো সুরহা হয়নি। আর কবে হবে তারও কোনো হদিস নেই!

আরো বলেন, ‘আমার ছবির প্রযোজক অনেক ক্ষতির মুখে পড়েছেন। তার কতগুলো টাকা পড়ে আছে! ছবিটা যদি মুক্তি না দেয়া যায় তবে এই টাকা পুরোটাই নষ্ট। আর আইনের আশ্রয় নিলেও কোনো লাভ হবে না। তাই শুধু শুধু অপেক্ষা করা কোন উপায় নেই।’

অপুর অবস্থান নিয়ে আকবর বলেন, ‘অপু বিশ্বাস আসলে কোথায় আছে, কীভাবে আছে এ নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। নায়িকার খোঁজ না পাওয়ায় অনেকেই নানা গল্প তৈরি করছেন। তবে আমি নিশ্চিত, অপুর যাবতীয় খবরাখবর শাকিব খান জানে। এমনকি অপু আবার কবে দেশে ফিরবে, কবে আবার চলচ্চিত্রে ফিরবে সেটাও শাকিব জানে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত