অপু ইসলাম খানের একান্ত আলাপ বিবিসি’র সঙ্গে
চলচ্চিত্রে অভিনয় ক্যারিয়ার ও বর্তমান জীবনযাপন নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা অপু ইসলাম খান (অপু বিশ্বাস)।
সোমবার বিবিসির বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে তার ছোটবেলার আদ্যোপান্ত, শিক্ষা জীবন, বগুড়ার সংস্কৃতি অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রসঙ্গ, চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হওয়া, চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথম চলচ্চিত্রে অভিনয়, প্রেম, বিয়েসহ নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
এ প্রসঙ্গে অপু বলেন, ‘আন্তর্জাতিক কোনো প্রচার মাধ্যমে এটাই আমার প্রথম সাক্ষাৎকার। কিছুটা ইমোশনাল ছিলাম। অনেক ঘটনাই তো ঘটে গেল। মন খুলে কথা বলতে পেরেছি এটাই শান্তি।’
সাক্ষাৎকারটি শিগগিরই বিবিসিতে প্রচার হবে বলে জানা গেছে। এদিকে আগামী ঈদে অপু অভিনীত বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ঈদের পর অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন অপু। এ জন্য নিজেকে প্রস্তুত করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন