অপু এভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে আমি ভাবিনি: টেলিভিশন লাইভে শাকিব খান!

টেলিভিশন লাইভে এসে অপু এভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে আমি ভাবিনি। গতকাল দুপুরে অপু যখন টেলিভিশন লাইভে যাচ্ছিল তখন আমার কাছে খবর আসে যে সে সাক্ষাৎকার দিতে যাচ্ছে। কিন্তু আমি পাত্তা দেইনি।
এরপর যখন সে টেলিভিশনের পর্দায় কথা বলে তখন আমি ঘুম থেকে উঠে অপুকে দেখে পাথর হয়ে যাই। আমি ভুলে টের পাইনি অপু এটা করবে।
কথাগুলো বলছিলেন চিত্রনায়ক শাকিব খান। মঙ্গলবার রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় শাকিব এমনটাই জানান।
এসময় শাকিব বলেন, অপু যেটা করেছে সেটা ঠিক করিনি। তবে যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমি সবকিছু মেনে নিয়েছি।
তিনি বলেন, টিভি পর্দার স্ক্রিনে আমার ছেলে জয়কে দেখে খুব খারাপ লেগেছে। কারণ সুপারস্টার শাকিব খানের ছেলে এমন অসহায়ভাবে টিভিতে দেখবেন মানুষ সেটা কোনোভাবেই কাম্য ছিল না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন