‘অপু কে, আমি তো অপুকে চিনি না’

শনিবার একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানের নিজের ব্যক্তি জীবনের কিছু না বলা কথা নিয়ে দর্শকের সামনে উপস্থিত হচ্ছেন অপু বিশ্বাস। যার কিছুঅংশ এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
চলতি বছরের ১০ এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে গণমাধ্যমের স্পটলাইটে উঠে আসেন শাকিব পত্নী অপু বিশ্বাস। মাঝেকিছু দিন বিরতির পরে এবার আরেকটি বেসরকারি চ্যানেলের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন সাম্প্রতিককালের ঢালিউডের এইআলোচিত চিত্র নায়িকা অপু বিশ্বাস। যেখানে উঠে এসেছে অপুর সংসারের যত মিষ্টি-মধুর সব স্মৃতি কথা।
সম্প্রতি সম্পন্ন করা হয়েছে অনুষ্ঠানের দৃশ্যধারণের কাজ। অপু বিশ্বাস ও অনুষ্ঠানের উপস্থাপকের মধ্যেকার কথোপকথনের কিছু অংশ এরইমধ্যে সামাজিকযোগাযোগের মাধ্যম ভাইরাল হয়েছে।
অনুষ্ঠানে অপু বিশ্বাসের ব্যক্তিজীবনের আলোচনায় এক পর্যায়ে উঠে এসেছে সাম্প্রতিককালের আলোচিত নায়িকা শবনম বুবলির নাম। শাকিব-বুবলিরসম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন,“ আমার মনে হয় বুবলিকে শাকিব বলেছে আমার তো কোনো মেয়ের সঙ্গে সর্ম্পক নেই। ও জাস্ট ফরগেট ইট। অপুকে? অপুকে তো চিনি না। এই কথা হয়ত বলেছে। সে (বুবলি) হয়ত বিশ্বাস করেছে।”
এর পরে সে তরুনী শাকিবকে ভালোবেসে ছিলো কি না উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন,“ আমার মনে হয়, পাগলামী করে তো।”
এছাড়াও এই অনুষ্ঠানে অপু বিশ্বাস তার স্বামী শাকিব খান ও ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রাজনীতি’ ছাড়াও আরো অনেক বিষয়ে বেশ খোলামেলা কথাবলেছেন।
শনিবার রাত ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি এটিএন বাংলার সেলিব্রিটি টকশো ‘সেন্স অব হিউমার’-এ প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেনঅভিনেতা শাহরিয়ার নাজিম জয়। প্রযোজনা করেছেন আবদুস সাত্তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন