অপু বিশ্বাসের বিয়ে নিয়ে মিথ্যা গুজব

‘যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই’ এই প্রবাদটি যেন সত্যি হয়ে উঠলো ঢালিউডের একনাম্বার নায়িকা অপু বিশ্বাসের ক্ষেত্রে। গতকাল সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় অপু বিশ্বাসের বিয়ের খবর। এরপর কয়েকটি অনলাইন অপুর বিয়ে নিয়ে সংবাদ প্রকাশ করে।
ওই সংবাদে বলা হয়, বুধবার সন্ধ্যায় উত্তরার অভিজাত একটি হোটেলে যশোরের ছেলে তন্ময়কে বিয়ে করছেন অপু বিশ্বাস। কিন্তু বিয়ের কনে সেই অপুর পরিবার কেনো কিছুই জানেন না তার বিয়ে নিয়ে। এমনকি অপু বিশ্বাসও এ বিষয় নিয়ে কোনো কথা ফেসবুক বা কোনো সংবাদ মাধ্যমকে বলেননি। এরপরও সেসব অনলাইনে নিউজের শিরোনাম ছিলো ‘আজ অপুর বিয়ে!।
চলচ্চিত্র বোদ্ধারা অপুর এমন খবর শুনে হঠাৎ আকাশ থেকে পড়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলেন খবরটি সম্পূর্ণ মিথ্যা। ঢালিউড ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়িকার বিয়ে নিয়ে এমন মিথ্যা প্রচার সত্যিই খুবই লজ্জাজনক বলে মনে করেছেন অনেকে।
পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, একজন নায়িকার বিষয়ে সংবাদ করার আগে অবশ্যই সেই নায়িকার সঙ্গে কথা বলে নেওয়া খুব দরকার। কারণ তিনি দর্শকদের কাছ থেকে যে সম্মানটা অর্জন করেছেন সেটি কোনো কারণে বির্তক সৃষ্টি হলে তার জন্য খুব দুঃখজনক। কারণ তিনি আমাদের চলচ্চিত্রের সম্পদ।
অন্যদিকে অপু বিশ্বাসের এমন অন্তরালে চলে যাওয়ার কারণে কিছুদিন পর এমন গুঞ্জন উঠছে বলে মনে করেন এ পরিচালক। তিনি বলেন, অপুর এখন উচিত মিডিয়ার সামনে আসা। তাকে নিয়ে যে আলোচনা সৃষ্টি হচ্ছে তার একমাত্র কারণ তার অন্তরালে চলে যাওয়া এবং কাছের মানুষকে কোনো কিছু না বলা।
উল্লেখ্য গতকাল দুপুরে জিতু নিজের ফেসবুক ওয়ালে তন্ময় ও অপুর ছবি পোস্ট দিয়ে ক্যাপশন স্ট্যাটাসে লেখেন, ‘শাকিব খান নয়, তন্ময় বিশ্বাসকে বিয়ে করছেন অপু বিশ্বাস। আজ রাতে ঢাকার একটি হোটেলে দুই পরিবার একসঙ্গে তাদের বিয়েতে থাকবেন বলে জানান অপু।’ স্ট্যাটাসটি কিছুক্ষণ পর ফেসবুক থেকে সরিয়ে দেন জিতু।
এবং পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে জিতু লিখেন, বাংলাদেশের সকল অনলাইন নিউজ ও মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অপু বিশ্বাস ও তন্ময় বিশ্বাসের বিয়ে নিয়ে করা পোস্টটি সম্পূর্ণ মিথ্যা, এটা শুধুমাত্র একটা ফান ছিল। আমি আমার এমন কাজের জন্য সকলের নিকট দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি।
চলতি বছরের প্রথমদিকে হঠাৎ করে অন্তরালে চলে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর কয়েকমাস পর জানা যায় অপু ভারতে তার মায়ের সঙ্গে
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন