অপু বিশ্বাস: মৃত্যুর পূর্ব পর্যন্ত আর কখনো আড়ালে যাওয়ার সম্ভাবনা নেই

অপু বিশ্বাস এখন রীতিমতো একটি রহস্যের নাম। হঠাৎ আড়াল হওয়া। দীর্ঘসময় পর ফিরে আসা। এখনো আত্মপ্রকাশ না হওয়া। সব মিলিয়ে অপু রহস্য কাটছেই না। আলাপে বারবারই নিজের অবস্থান তুলে ধরেছেন অপু। পাশাপাশি সবকিছু খোলাসা করার জন্য সময় চেয়েছেন আরেকটু। তবু আরও কিছু বিষয় পরিষ্কার করেছেন আলাউদ্দীন মাজিদ এর কাছে।
কেমন আছেন?
বলতে পারেন শরীরটা ভালো থাকলেও মনটা ভালো নেই।
মনটা খারাপ কেন?
না, না, মন খারাপ মানে, মনটাতো আমার কাছেই নেই।
মন তাহলে কোথায় গেল?
মন থাকে অন্য কোথাও, তবে যার কাছে থাকে তার কাছে ভালো আর যত্নেই থাকে।
কার কাছে থাকে মনটা?
সেটি বলা যাবে না।
শাকিব খানের কাছে নয়তো?
শাকিবতো সবার মনে থাকে, সেটি আমার ভীষণ ভালো লাগে। আমার আর শাকিবের মন এবং ভালোবাসা আমরা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না।
শাকিব সবার মনে থাকে মানে, ঠিক বুঝলাম না?
ওতো আমাদের সুপারস্টার, তাই সবার মনে তার ঘর বাধা স্বাভাবিক নয় কী?
‘মা’ ছবিতে শাকিবের বিপরীতে আবার কাজ করবেন?
আমিতো ‘মা’ ছবিতে ২৫ ভাগ কাজ করেছি। হঠাৎ নিজে আড়াল হওয়ায় কাজ কন্টিনিউ করতে পারিনি। এর জন্য নির্মাতার কাছে দুঃখ প্রকাশ করেছি। এখন ফিরে এসেছি। আবার কাজও শুরু করব।
কিন্তু, এ ছবিতে আপনার স্থলে বুবলীকে নেওয়া হয়েছে।
সেটিতো আমি আড়ালে চলে যাওয়ার কারণে হয়েছে। আর বুবলীকে নিয়েতো এখনো কাজই শুরু হয়নি। তাছাড়া এই ছবিতে দুজন নায়িকা আছে। তাই ছবিটিতে আমার সঙ্গে বুবলী কাজ করলে আমারতো আপত্তি থাকার কথা নয়। বুবলীর মতো নতুন মুখদেরকেতো আমার মতো সিনিয়রদেরই স্থান করে দিতে হবে।
আপনি বারে বারে বলছেন শিগগিরই আত্মপ্রকাশ করবেন, কিন্তু…
আসলে বেশ কিছুদিন অবসরে থাকায় কিছুটা মুটিয়ে গেছি। এখন নিয়মিত জিম করছি। আমি চাই পুরোপুরি ফিটনেস নিয়ে প্রত্যাবর্তন করতে। তাই সময় একটু বেশি লাগছে। অন্য কিছু নয়।
বলেছিলেন চমক নিয়ে ফিরবেন, কি সেই চমক?
দর্শকের মাঝে সুন্দরভাবে ফিরে আসাটাই আমার কাছে সবচেয়ে বড় চমক মনে হয়।
আবার কখনো আড়ালে চলে যাবেন নাতো?
মৃত্যুর পূর্ব পর্যন্ত আর কখনো আড়ালে যাওয়ার সম্ভাবনা নেই।
বাংলাদেশ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন