অপূর্বর সাথে মিথিলা

আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাহসান আর মিথিলা। গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা’ কনসার্ট গান গেয়েছেন তাহসান। আর মিথিলা এখন ব্যস্ত শুটিং নিয়ে। গতকাল সারা দিন ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর আর একটি ফ্লাইটে শুটিং করেছেন। টেলিছবির নাম ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’।
পরিচালনা করছেন মিজানুর রহমান আরিয়ান। মিথিলার সঙ্গে অভিনয় করছেন অপূর্ব। আজ ২৮ জুলাই
শুক্রবার রাতে শুটিং থেকে ফেরার পথে তিনি বললেন, ‘গতকাল বৃহস্পতিবার পুরো কাজ হয়েছে বিমানবন্দর এলাকায় এবং ফ্লাইটের ভেতরে। আজ আমরা কাজ করেছি হৈ চৈ শুটিংবাড়িতে। ’
সম্প্রতি মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এবারই প্রথম কাজ করছেন মিথিলা। অপূর্ব বললেন, ‘মিথিলা আমার বন্ধু। আমাদের অনেক দিনের যোগাযোগ। কিন্তু শুটিংয়ের সময় আমরা এত ব্যস্ত ছিলাম, ওর সঙ্গে আর অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা হয়নি। আর আমি নিজেও তা চাইনি। ’
এই টেলিছবির শুটিং হবে আরও তিনদিন। অপূর্ব আর মিথিলার সঙ্গে এখানে আরও আছেন মেহজাবিন। গত ঈদুল ফিতরে প্রশংসিত হওয়া ‘ব্যাচ ২৭’ টেলিছবির গল্প যেখানে শেষ হয়েছিল, ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’–এর গল্প সেখান থেকে শুরু হয়। এবার ঈদুল আজহায় টেরিছবিটি এনটিভিতে দেখানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন