অপ্রতিরোধ্য ওয়ার্নারে উড়ছে অস্ট্রেলিয়া

ওয়ার্নার যেন দিন দিন দানব হয়ে উঠছেন। থামানোই যাচ্ছে না তাঁকে। মাঠে নামলেই ব্যাটটাকে খাপখোলা তলোয়ার বানিয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে আসছেন তিনি। সর্বশেষ ১১টি ওয়ানডেতে ছয়বারই শতকের দেখা পেয়েছেন এই অস্ট্রেলীয় ওপেনার। সর্বশেষ তিনটি সিরিজে প্রতিটিতেই জোড়া সেঞ্চুরি করেছেন তিনি। আজ বৃহস্পতিবারও সেঞ্চুরি করেছেন ওয়ার্নার।
অ্যাডিলেডে তাঁর সেঞ্চুরিতে রানের পাহাড়ে উঠছে অস্ট্রেলিয়া। ৭৮ বলে সেঞ্চুরি করেছেন ওয়ার্নার। ১১ চার ও দুটি ছয়ে নিজের ত্রয়োদশ শতক পূর্ণ করেছেন এই ওপেনার। গত ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি। তাঁর ১৫৫ বলে ১৩০ রানের ইনিংসে সিরিজ জেতে অস্ট্রেলিয়া।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ২৬২ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৬৫ ও ট্রাভিস হেড ৯৬ রানে অপরাজিত রয়েছেন। ওয়ানডে ক্রিকেটের উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে এই জুটি। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে ২৮৬ রানের জুটি বাঁধেন উপুল থারাঙ্গা ও সনাথ জয়সুরিয়া।
আজ ম্যাচের প্রথম ওভারেই ফিরতে পারতেন ওয়ার্নার। আমিরের বলে স্লিপে তাঁর ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক আজহার আলি। শতক পাওয়ার পরও ওয়ার্নারের ক্যাচ নিতে পারেনিনি আমির। প্রথম জীবন পাওয়ার পর পাকিস্তানি বোলারদের আর কোনো সুযোগ দেননি ওয়ার্নার। ৩৪ বলে সাতটি চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর ৭৮ বলে শতকও পেয়ে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন