অপ্রতিরোধ্য গুজরাটের মুখোমুখি মুস্তাফিজের সানরাইজার্স

আইপিএলের ১৫তম ম্যাচে অপ্রতিরোধ্য গুজরাট লাইনসের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গুজরাটের সওরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মাঠে নামবে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স এবং সুরেশ রায়নার গুজরাট।
আইপিএলের নবম আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে গুজরাট লাইনস। তবে প্রথম আসরেই রীতিমত চমক দেখাচ্ছে ফিঞ্চ, ব্রাভো, ম্যাককালামদের নিয়ে গড়া দলটি।
গুজরাট ইতিমধ্যেই ৩টি ম্যাচ খেলেছে। যার সবকটিতেই জয় পেয়েছে সুরেশ রায়নার দল।
অন্যদিকে ৩ ম্যাচে ২টিতে হার এবং ১টিতে জয় পেয়েছে ওয়ার্নারের সানরাইজার্স।
গত ম্যাচগুলোর মতো আজকের ম্যাচেও বোলিং আক্রমণে ওয়ার্নারের ভরসা যে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান তা বলার অপেক্ষা রাখে না।
বিশেষ করে স্লগ ওভারে বল হাতে বেশ কার্যকর ভূমিকা পালন করছেন ‘দ্য ফিজ’।
তবে ভালো বোলিং করলেও খুব বেশি উইকেট পাননি এ টাইগার বোলার। ৩ ম্যাচে ৪ উইকেট লাভ করেছেন তিনি। মুস্তাফিজকে খুব সমীহ করে খেলার কারণেই তিনি উইকেটের দেখা পাচ্ছেন না। তবে রান খরচায় বেশ মুনসিয়ানার পরিচয় দিয়ে যাচ্ছেন ‘কাটার বয়’।
তবে মুস্তাফিজকে ঠিকভাবে ব্যবহার করতে পারছেন না ওয়ার্নার। মুস্তাফিজে ওভারে ফিল্ডিং সাজানোটাও ঠিকভাবে হচ্ছে না। মূলত ভাষার কারণেই বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
ভাষা সমস্যা দূর করতেই দোভাষী নিয়োগ দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজকে ঠিকভাবে ব্যবহার করতেই এই পদক্ষেপ নিয়েছে দলটির ম্যানেজমেন্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন