অফিস ব্যক্তিগত ই-মেইল দেখতে পারবে : আদালত
অফিসে কাজ করার সময় কেউ অনলাইনে চ্যাট করলে বা ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করলে সেটা তার বসের দেখার অধিকার রয়েছে বলে রায় দিয়েছেন আদালত।
ইউরোপের মানবাধিকার আদালতে এক মামলায় মঙ্গলবার বিচারকরা এই রায় দেন বলে বিবিসি অনলাইনের এক খবরে জানা যায়।
বিবিসির বুধবারের খবর অনুযায়ী, আদালত বলেছে, কাজের সময় ব্যক্তিগত মেসেঞ্জার ব্যবহার করলে ওই কর্মী অফিসের নিয়মকানুন ভঙ্গ করছেন বলে ধরে নিতে হবে। অফিসের দায়িত্ব হলো তিনি ঠিকমতো কাজ করছেন কি না তা দেখা।
তাই আদালতের রায় হলো, অফিসের কাজের সময় কোনো কর্মীর পাঠানো ইয়াহু মেসেঞ্জারে কী বার্তা রয়েছে, সেটা পড়ার অধিকার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার রয়েছে।
ব্রিটেনসহ যেসব দেশ মানবাধিকার-সংক্রান্ত ইউরোপীয় সনদে সই করেছে, সেসব দেশে এই রায় প্রযোজ্য হবে।
রোমানিয়ার একজন প্রকৌশলী ইউরোপীয় আদালতে মামলা করে আরজি জানিয়েছিলেন, তার গোপন চিঠিপত্র পড়ার অধিকার যে অফিসের নেই, আদালত যেন তার পক্ষে রায় দেন।
এ প্রকৌশলী ইয়াহু মেসেঞ্জার তার ব্যক্তিগত ও অফিসের কাজে ব্যবহার করতেন।
বিচারকরা বলছেন, যেহেতু তিনি দুই ধরনের কাজেই ইয়াহু ব্যবহার করেন, তাই অফিস যদি তার মেসেজগুলো খুলে দেখে তাহলে তারা কোনো ভুল করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন