অবশেষেঃ ‘ক্যালকুলেটরের দোষ, তাঁরা ভুল করেননি’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের যৌথ সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার নির্বাচনের ফল নতুন করে জানানো হয়। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যের একটি পদের ফল পরিবর্তন করা হয়। পরিবর্তিত ফলে পরাজিত হন আগের জয়ী প্রার্থী সুশান্ত। আর পরাজিত প্রার্থী নানা শাহকে বিজয়ী ঘোষণা করা হয়।
এফডিসিতে গতকালের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু বলেন, ‘আমরা ভোট পুনর্গণনার পর দেখতে পেলাম, সুশান্ত আসলে ৩৪২ ভোট পায়নি, পেয়েছে ২২৫ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী নানা শাহর ২৫১ ভোটের জায়গায় আরো একটি ভোট বেড়েছে, এখন নানা শাহর ভোট ২৫২টি। সে হিসেবে সুশান্ত পরাজিত হয়েছেন এবং নানা শাহ বিজয়ী।’
কেন এত বড় ভুল হয়েছে—জানতে চাইলে দিলু বলেন, ‘ক্যালকুলেটরে ভোট গুনতে ভুল হয়েছিল। আমাদের যে শিটের মধ্যে ভোটের হিসাব লেখা ছিল, সেখান থেকে ক্যালকুলেটরে হিসাবের সময় ভুল হয়েছে।’
এ বিষয়ে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘সারা দিন ক্লান্ত থাকার পর আমি নিজেই ক্যালকুলেটর চাপছিলাম, আসলে আমারই ভুল হয়েছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।’
নির্বাচন-সংশ্লিষ্ট আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু এ সময় সাবেক জয়ী প্রার্থী সুশান্তর কাছে জানতে চান, তিনি ভোট পুনর্গণনা চান কি না। উত্তরে সুশান্ত ‘না’ বলে শিল্পী সমিতির কার্যালয় থেকে বেরিয়ে যান।
পরে সুশান্ত বলেন, ‘দেখেন, আমি সব সময় ভিলেনের ভূমিকায় অভিনয় করেছি। দর্শক সব সময় আমার ভয়ংকর চেহারাই দেখেছে। কিন্তু বাস্তব জীবনে আমি কখনো কারো সঙ্গে শক্ত ভাষায় কথা বলিনি। কাউকে কোনো দিন ধমক দিইনি। যে কারণে এফডিসির সব প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকুশলী আমাকে ভালোবাসেন; শিল্পীরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। এখন ক্যালকুলেটরে বোতাম চাপার ভুলের কারণে আমি ফেল করেছি। এটা ক্যালকুলেটরের দোষ। যাঁরা নির্বাচন কমিশন বা আপিল বোর্ডের দায়িত্বে আছেন, তাঁরা আমার গুরুজন; তাঁরা কোনো ভুল করেননি। তার চেয়ে বড় ভুল আমার হয়েছিল, কারণ আমি নির্বাচন করেছিলাম। আমার কষ্ট হচ্ছে, যাঁরা আমাকে ভোট দিয়ে আশা করেছিলেন আমি বিজয়ী হব, আপনারা আমাকে ক্ষমা করবেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন