অবশেষে আজ তামিমের রোনালদো-দর্শন

অবশেষে ফুরোতে চলেছে অপেক্ষার প্রহর। বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের আজীবনের স্বপ্ন ছিল পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকে সামনাসামনি দেখা। এবং এই মুহূর্তে তামিম তার স্বপ্নপূরণের থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে।
ওয়েলসের কার্ডিফে আজ (৩ জুন) রাতে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৬/১৭ মৌসুমের ফাইনাল, যেখানে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান পাওয়ার হাউজ জুভেন্তাস। ওই ম্যাচ সরাসরি দেখতে লন্ডন থেকে কার্ডিফে যাত্রা করবেন তামিম।
রোনালদোকে দেখার জন্য টিকিটের দাম পড়েছে ২ হাজার ৭০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় ‘মাত্র’ আড়াই লক্ষ টাকা! তাতে কোনো আক্ষেপ নেই তামিমের। কত টাকাই তো খরচ হয়। প্রিয় ফুটবলারকে দেখতে তাই ডাগ আউটের ঠিক পেছনের মানে গ্যালারির ঠিক সামনের সারির টিকিট কেটেছেন তিনি।
টিকিট কাটার পর সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘অনেক দিনের শখ ছিল রোনালদোর খেলা মাঠে বসে দেখব। এবার সুযোগটা এসে যাওয়ায় কোচের কাছে ছুটি চেয়েছি, উনি অনুমোদন করেছেনও।’
এত টাকা খরচ করার কারণ জানতে চাইলে বলেছিলেন, ‘এমন সুযোগ তো বারবার আসে না। তাই গ্যালারির নিচের দিকে ডাগআউটের পেছনের আসনের টিকিট কিনেছি।’
আরও জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচটা জিতলে মনে আনন্দ নিয়ে রোনালদোকে দেখতে যাবেন তিনি। কিন্তু ৩ শতাধিক রান করেও প্রথম ম্যাচটি ৮ উইকেটে হেরেছে টাইগাররা। বৃথা গেছে তামিমের দুর্দান্ত সেঞ্চুরি।
হারের কারণ নিয়ে অনেক কাঁটাছেঁড়া চলছে। কিন্তু সবকিছুর পরও সবচেয়ে যেটা বেশি জরুরি, তা হলো ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত থাকা। কারণ, ৫ তারিখে প্রতিপক্ষ কিন্তু অস্ট্রেলিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন