অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে
শাপমুক্তির পথে পাকিস্তান ? অন্তত মালয়েশিয়া ক্রিকেট বোর্ড কর্তাদের কথা শুনলে তেমনটাই মনে হবে। ২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর সন্ত্রাসবাদী যে হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজনই হয়নি।
নিরাপত্তার অভাবে কোনো দেশই পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি। তাই পাকিস্তান জাতীয় ক্রিকেট দল গত আট বছর ধরে হয় শুধু অ্যাওয়ে ম্যাচ খেলে চলেছে অথবা হোম ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের মাঠকেই বেছে নিয়েছে।
তবে এবার সম্পূর্ণ উল্টো সুর মালয়েশিয়া বোর্ড কর্তাদের গলায়। পাকিস্তানকে সুরক্ষিত আখ্যা দিলেন তারা। গত ১১ দিন ধরে পাকিস্তান সফরে রয়েছেন তারা। পাশাপাশি তাদের আশ্বাস, হয়তো এপ্রিলের পরই ফের পাকিস্তান সফর করবেন তারা।
মালয়েশিয়ার ক্রিকেট দলের ম্যানেজার শঙ্কর রেতিনাম বলেছেন, ‘বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার জন্য পাকিস্তান একেবারে আদর্শ দেশ। নিরাপত্তার প্রশ্নেও পাকিস্তান সুরক্ষিত।’
চলতি বছর পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি তাদের ঘরোয়া প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগ- পিসিএল টুয়েন্টি-২০র গ্রুপ পর্ব ও সেমি ফাইনাল আরব আমিরাতে আয়োজন করলেও ফাইনাল পাকিস্তানে করার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশা ছিল এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট আবারো ফিরবে পাকিস্তানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন