অবশেষে আশ্বাস ওদের ফিরিয়ে নেবে মিয়ানমার

অবশেষে আশ্বাস দিয়েছে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার। সোমবার আসিয়ান সম্মেলনে মিয়ানমারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মুখপাত্র হ্যারি রকি।
সোমবার সংবাদ সম্মেলনে রকি জানিয়েছেন, আসিয়ান সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে জোটের দুই নেতা মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির কাছে রোহিঙ্গাদের নিয়ে চলমান সংকটের বিষয়টি উপস্থাপন করেন। তবে আসিয়ানের ওই দুই নেতার নাম বলেননি রকি।
তিনি বলেন, ‘আমি আপনাদেরকে নিশ্চিয়তা দিচ্ছি, রোহিঙ্গা ইস্যুটি আলোচনা হয়েছে। দুই রাষ্ট্রপ্রধান বিষয়টি উত্থাপন করেছিলেন।’
রকি বলেন, ‘মিয়ানমার সুনির্দিষ্টভাবে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছে। মিয়ানমার সুনির্দিষ্টভাবে বলেছে, তারা কফি আনান কমিশনের সুপারিশ নিয়ে কাজ করছে এবং তারা ত্রাণ সহায়তাকে স্বাগত জানাবে।’
ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘আসিয়ান রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। মিয়ানমার জবাবে জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহের মধ্যে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত লোকজনকে ফিরিয়ে আনার কাজ শুরু হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন