অবশেষে ইউটিউবে ইমরান ও পিয়া বিপাশা

হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের ‘ফিরে আসো না’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হলো আজ। এ শিল্পীর একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’র জনপ্রিয় ট্র্যাক হিসেবে গানটির মিউজিক ভিডিওটি নির্মিত হয়। স্নেহাশীষ ঘোষের কথায় ইমরানের সুর ও সঙ্গীতায়োজনে গানটির মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন পিয়া বিপাশা ও ইমরান।
ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিলো মিউজিক ভিডিওটির। গত ২২ জানুয়ারি নির্মাণ কাজ শুরু হলেও বিশেষ জটিলতায় মিউজিক ভিডিওটি মুক্তি দিতে বিলম্ব ঘটে বলে জানিয়েছেন ইমরান। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী।
গানটি ভিডিও আকারে প্রকাশ করা প্রসঙ্গে ইমরান বলেন, ‘স্টুডিওতে আমি গাইছি, এ গানের এমন একটি ভিডিও ইউটিউবে দেখা হয়েছে আট লাখ বার। তাছাড়া গানটির ভিডিও নির্মাণের অনেক অনুরোধ এসেছে শ্রোতাদের কাছ থেকে। তাই এ উদ্যোগ নেওয়া।’
হাবিবের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামের একটি ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন পিয়া বিপাশা। এবার ‘ফিরে আসো না’ শিরোনামের এই গানটিতে মডেল হতে পেরে দারুণ খুশি তিনি।
‘শেষ সূচনা’ ও ‘বলতে বলতে চলতে চলতে’ গান দুটি নিয়ে ইমরানের আগের মিউজিক ভিডিওচিত্রটিতে পরপর দুবার মডেল হিসেবে ছিলেন তানজিন তিশা। কিন্তু এবার নতুন এলেন পিয়া বিপাশা। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘অন্য কোনো কারণ নেই। ‘ফিরে আসো না’ গানটি খুবই রোমান্টিক। গানটির সঙ্গে তাঁকে ভালো মানিয়ে যায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন