অবশেষে জানা গেলো রোনালদোর নয়া প্রেমিকার নাম

ক্রিশ্চিয়ানো রোনালদোর নারী আসক্তির কথা কমবেশি সবার-ই জানা। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ফুটবলে যেমন একাধিক রেকর্ড গড়েছেন, তেমন পাল্টিয়েছেন একাধিক প্রেমিকাও। পুরনোর সঙ্গে সব হিসাব-নিকাশ চুকিয়ে নতুন বান্ধবী বগলদাবা করতে তার জুড়িমেলাভার। কয়েকদিন ধরেই কানাঘুষা চলছিল, নতুন প্রেমিকার সঙ্গে চুটিয়ে ডেটিং করছেন সিঅরসেভেন। তবে তার নাম থেকে যাচ্ছিল আড়ালে আবডালে। অবশেষে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের নতুন প্রেমিকার নামও জানা গেলো।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন প্রেমিকার নাম গিওর্গিনা রদ্রিগেজ। তিনি মাদ্রিদের একটি শপিং মলে কাজ করতেন। তারা দীর্ঘ আট মাস ধরে ডেটিং করছেন।
ধারণা করা হচ্ছে, ডোলস ও গ্যাবানা ইভেন্ট থেকে পাকাপাকিভাবে মন লেনদেন শুরু হয় রোনালদো-রদ্রিগেজের। গেলো বছর ফিফা বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও হাজির ছিলেন রদ্রিগেজ।
এখন প্রশ্ন জাগতে পারে কখন তাহলে সবার সঙ্গে নতুন প্রেমিকার পরিচয় করিয়ে দেবেন রোনালদো? এর উত্তরও মিলেছে।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এর সুবাদে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রাখলো স্প্যানিশ জায়ান্টরা। এ লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কার্ডিফ স্টেডিয়ামে প্রতিপক্ষের মুখোমুখি হবে রিয়াল। ওই মহারণেই দেখা মিলবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের নতুন প্রেমিকার।
ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাটি আরো একটি তথ্য দিয়ে বোমা ফাটিয়েছে। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, গেলো সপ্তাহে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে হারের পর বান্ধবীর সঙ্গে কোনো পার্টি আয়োজন করতে রোনালদোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে নতুন প্রেমিকার সঙ্গে ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন রোনালদো।
এর আগে রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে বিচ্ছেদের পরই রদ্রিগেজে মত্ত হয়েছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে ইরিনার অভিযোগ, তার সঙ্গে প্রতারণা করেছেন রোনালদো।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন