সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে জানা গেল অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবন বিচ্ছেদের কারণ

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা দাম্পত্য জীবনে বিচ্ছেদ নিয়ে কিছুতেই মুখ খুলছেন না। তার সাবেক স্বামী মাহিম কবিরও রয়েছেন নিশ্চুপ।

মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহিম বলেন, ‘সবাই জেনে গেছেন সারিকার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে গেছে। এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই।’

সুখের সংসারে হঠাৎ কী কারণে বিচ্ছেদ হলো? মাহিম বলেন, ‘কেন বিচ্ছেদ হলো এটা নিয়ে আমি কিছুই বলবো না। এখনো এটা জানানোর সময় আসিনি।’

এরপর মাহিম ব্যস্ততার অযুহাত দিয়ে ফোনের লাইন কেটে দেন। তবে সারিকারই এক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, শোবিজের জনপ্রিয় একজন অভিনেতার সঙ্গে শেয়ারে সারিকার ব্যবসা রয়েছে। সেই ব্যবসার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠাতা বাড়ে। আর এই বিষয়টি নিয়ে সারিকার সঙ্গে তার স্বামী মাহিমের সম্পর্কের অবনতি ঘটে। প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। প্রতিনিয়ত ঝগড়া লাগতো।

মাহিম চাইতেন সারিকা ব্যবসা তো দূরের কথা, অভিনয়ও যেন না করেন। মাহিম চেয়েছিলেন, সারিকা শুধুই স্বামী-সন্তান-সংসার এই তিন ‘স’ নিয়েই ব্যস্ত থাকবেন।

কিন্ত সারিকা সম্প্রতি আগের মতো আবারো বিজ্ঞাপন-অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ক’দিন আগে প্রচার হয় তার অভিনীত একটুখানি ম্যাডনেস নামের একটি নাটক। এছাড়া চলতি মাসে বিজ্ঞাপন ছাড়াও খন্ড নাটকের জন্য সিডিউল দিয়েছেন তিনি।

ধারণা করা যাচ্ছে, স্বামী মাহিমের নির্দেশ অমান্য করে সারিকার হঠাৎ শোবিজে ব্যস্ত হয়ে পড়াই বিয়ে বিচ্ছেদের কারণ! গত কয়েক মাস ধরেই তিনি স্বামী মাহিম করিমের সঙ্গে ছিলেন না। একমাত্র মেয়েকে নিয়ে তার মায়ের সঙ্গে ধানমন্ডির বাসায় উঠেছেন।

পরে সারিকা নিজেই মাস খানেক আগে তার স্বামী মাহিমকে ডির্ভোস পাঠিয়েছেন। তারপর থেকে ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড পরিবর্তন করেছেন সারিকা এবং তার স্বামী মাহিমের নামও সরিয়ে ফেলেছেন।

তবে সবাই অপেক্ষায় আছেন প্রেম করে বিয়ে করা এই দম্পতির বিচ্ছেদের সঠিক কারণ জানতে। সারিকা ও তার স্বামী- দু’জনই ফোন বন্ধ করে রাখায় তাদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারের সদস্যরাও এই বিষয়ে মুখ খুলছেন না।

প্রসঙ্গত, ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান।

২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরেছিলেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত