অবশেষে জেএমবির সদস্য দুই দম্পতি পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল
অভিযানের কবলে পড়েছে ঢাকা ও নারায়ণগঞ্জে দুই দম্পতি নব্য জেএমবির সদস্য। তারা নব্য জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বুধবার আগারগাঁওয়ে র্যাব-২ এর কার্যালয়ে র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি বলেন, আটককৃতরা নিও জেএমবির সদস্য। দেশ বসেই তারা তাদের সকল কার্যক্রম চালায়। তবে প্রতিকূল অবস্থা দেখলে তারা বিদেশে পালিয়ে যায়। তারা স্বীকার করেছেন যে, পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি হিসেবে ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ২ ও ১১ এর দুটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আইনশৃঙ্খলা বাহিনী অনেক দিন ধরেই তাদের খুঁজছিল।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরো জানিয়েছেন, নব্য ধরার জেএমবি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ হতো থ্রিমা এবং টেলিগ্রামের মাধ্যমে।
মঙ্গলবার র্যাবের গোয়েন্দা দল তথ্যের ভিত্তিতে জানতে পারে, জেএমবির কিছু সদস্য জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই তথ্যের ওপর ভিত্তি করে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে থেকে এক দম্পতি মারজিয়া আক্তার ওরফে সুমি ও মো. শরীফুল ইসলাম ওরফে সুলতান মাহমুদ তাপস ওরফে মাহমুদ এবং নারায়ণগঞ্জ থেকে আমিনুল ইসলাম ওরফে আমিনুল ও নাহিদ সুলতানা নামের আরেক দম্পতিকে আটক করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













