অবশেষে জয়ে শুরু করলো ইংল্যান্ড, ম্যাচ সেরা হন মঈন আলী
টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেই ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এরমধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা।
অপেক্ষা করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইংল্যান্ডের। হতাশার ভারত সফরে টেস্ট, ওয়ানডেতে বাজে শেষের পর অবশেষে তৃপ্তির জয় পেলো টি-টোয়েন্টিতে। প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়েছে ৭ উইকেটে। এরমধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা। যদিও শেষ ওয়ানডে জিতে নিজেদের এই রূপ আগেই উপস্থাপন করেছিল মরগানের দল।
কানপুরে টস জিতে ভারতকেই ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ড। আর খেলতে নেমে ৭ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতি উইকেট পড়তে থাকে কোহলি-ধোনিদের। এরমাঝেই কোহলি ২৯, রায়না ৩৪ রান করেন। সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।
ইংলিশদের পক্ষে একটি করে উইকেট নেন টাইমাল মিলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকস। দুটি নেন মঈন আলী।
জবাবে খেলতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। হাফসেঞ্চুরি তুলে ৫১ রানে বিদায় নেন অধিনায়ক এয়োইন মরগান। ৪৬ রানে অপরাজিত থাকেন জো রুট।
ভারতের পক্ষে দুটি উইকেট নেন যুবেন্দ্র চাহাল। একটি নেন অভিষিক্ত পারভেজ রসুল। ম্যাচ সেরা হন মঈন আলী।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন