অবশেষে ট্রাইবুনালেও খারিজ হলো সানির ‘মস্তিজাদে’
ঘোর বিপাকে সানির ‘মস্তিজাদে’৷ ছবির প্রোমোতেই আঁচ পাওয়া গিয়েছিল, ছাড়পত্র পাওয়া নিয়ে এ ছবি যথেষ্ট মাথাব্যাথার কারণ হতে পারে প্রযোজকের৷ বাস্তবেও দেখা গেল তাই৷ ৩৬ বছরে এই প্রথমবার ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনালে খারিজ হল কোনো সিনেমা৷
সানি লিওন অভিনীত এ ছবি আদ্যন্তে অ্যাডাল্ট কমেডি৷ ছবির প্রোমো থেকে সংলাপে যে ধরনের তাতে ছাড়পত্র পাওয়া নিয়ে সংশয় ছিলই৷ ফিল্ম ডিভিশনের একজামিনিং কমিটি ইতিমধ্যেই ছবিটিকে খারিজ করেছিল৷ বাধ্য হয়ে প্রযোজর প্রীতিশ নন্দী রিভাইজিং কমিটির দ্বারস্থ হন৷ সেখানেও বদলায়নি ভাগ্যরেখা৷ শেষমেশ এই ট্রাইবুনালে যেতে হয় তাকে৷ কিন্তু এখানেও একই ফলাফল৷ ট্রাইবুনালও ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ৷ আপাতত আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকল না ছবিটির সামনে৷
রাজ কুমার কোহলির ‘জানি দুশমন’ ছবিটি এরকম ভাগ্যবিপর্যয়ের মুখে পড়েছিল৷ ৩৬ বছর আগে সে ছবিটিকেও ছাড়পত্র দিতে নারাজ হয়েছিল ট্রাইবুনাল৷ একই ভাগ্যবিপর্যয় সানির ‘মস্তিজাদে’র ক্ষেত্রেও দেখা গেল৷ এখন আদালতের ফয়সালার উপরই ঝুলছে অ্যাডাল্ট কমেডির ভাগ্য৷
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন