অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের জেলা সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে।
শনিবার (২৭ এপ্রিল) রাতে প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো বাতাস। যার প্রভাবে সিলেট শহরে গরমের রেশ অনেকটাই কেটেছে। বইছে স্বস্তির হাওয়া।
এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রাতেও ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হয়। এসময় তীব্র গরমের মধ্যে বৃষ্টির ছোঁয়া পেতে অনেকেই সড়কে নেমে ভিজতে থাকে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। সিলেটসহ আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং শিলা ঝরারও শঙ্কা রয়েছে। সামনের দিনে ঝড়-বৃষ্টি বাড়ার পাশাপাশি তাপমাপত্রা আরও কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
এদিকে শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। একইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা।
পূর্বাভাসে আরও জানানো হয়, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন